দুই লাখ টাকা হলেই বাঁচবে রিয়াদ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঠাকুরগাঁও
প্রকাশিত: ০৬:৩২ এএম, ২৬ ডিসেম্বর ২০১৭

সাত বছরের ফুটফুটে শিশু মাহমুদুল্লাহ রিয়াদের কিছুদিন আগে ডাক্তারি পরীক্ষায় হৃদযন্ত্রে ছিদ্র ধরা পড়ে। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার কোষাডাঙ্গী গ্রামের হতদরিদ্র আলম হোসেন ও মিনুয়ারা বেগমের তিন ছেলের মধ্যে ছোট ছেলে রিয়াদ। আলম হোসেন দিনমজুরের কাজ করে সংসার চালান।

রিয়াদের চিকিৎসা করাতে গিয়ে আলম হোসেন নিঃস্ব হয়ে পড়েছেন। শিশুটির চিকিৎসার জন্য এখন আরও ২ লাখ টাকা প্রয়োজন। দরিদ্র বাবার পক্ষে এত টাকা জোগার করা অসম্ভব।

ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক আব্দুল আওয়াল শিশু মাহমুদুল্লাহ রিয়াদের চিকিৎসা খরচ বাবদ নিজস্ব তহবিল থেকে ১০ হাজার টাকা দিয়েছেন। এছাড়াও এলাকার কিছু মানুষ রিয়াদের চিকিৎসার জন্য সাহায্য করেছেন। কিন্তু সেগুলোও শিশুটির চিকিৎসা করাতে শেষ হয়ে গেছে।

রিয়াদের বাবা আলম হোসেন বলেন, অনেক দিন ধরে রিয়াদের চিকিৎসা করানো হচ্ছে। মানুষের কাছে টাকা ধার-দেনা করে চিকিৎসা চালিয়ে গেছি। কিন্তু এখন আর পারছি না। চিকিৎসকরা বলছেন- রিয়াদের উন্নত চিকিৎসার জন্য ২ লাখ টাকা প্রয়োজন।

তিনি বলেন, রিয়াদের চিকিৎসার জন্য আমার পক্ষে কোনো ভাবেই ২ লাখ টাকা জোগার করা সম্ভব নয়। আমি অসহায় এক বাবা হিসেবে আমার নিষ্পাপ সন্তানকে বাঁচানোর জন্য সমাজের বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন করছি।

সাহায্য পাঠানোর ঠিকানা- আল আমীন (রিয়াদের মামা), মোবাইল ও বিকাশ- ০১৭৩৫৭৯৫০৬০ (পার্সনাল)।

রবিউল এহসান রিপন/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।