ঠাকুরগাঁওয়ে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে হট্টগোল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঠাকুরগাঁও
প্রকাশিত: ০৫:২৭ পিএম, ০৪ জানুয়ারি ২০১৮

ছাত্রলীগের গৌরবের ৭০ বছর পদার্পণ অনুষ্ঠানে এবারও ঠাকুরগাঁওয়ের ছাত্রলীগের নেতা-কর্মীদের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হট্টগোল হয়েছে।

বৃহস্পতিবার বেলা ২টার দিকে জেলা পরিষদ অডিটোরিয়াম বিডি হল চত্বরে এ ঘটনা ঘটে। এ সময় সংবাদকর্মীরা হট্টগোলের ছবি তুলতে গিয়ে লাঞ্ছিত হন।

তবে জেলা ছাত্রলীগের সভাপতি মাহাবুব হোসেন রনি দাবি করেছেন, তুচ্ছ ঘটনাক কেন্দ্র করে কর্মীদের মধ্যে একটু কথাকাটি হয়েছে। এ সময় কোনো সংবাদকর্মীকে লাঞ্ছিত করা হয়নি।

এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের উদ্যোগে জেলা শহরের বিডি হল থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।

পরে বিডি হলে এক ছাত্র সমাবেশে প্রধান অতিথি হিসেবে কেক কেটে ছাত্র সমাবেশের উদ্বোধন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি রমেশ চন্দ্র সেন এমপি।

জেলা ছাত্রলীগের সভাপতি মাহাবুব হোসেন রনির সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন- ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মু. সাদেক কুরাইশী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মকবুল হোসেন বাবু, মাহাবুবুর রহমান বাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, আ.স.ম গোলাম ফারুক রুবেল, কেন্দ্রীয় আওয়ামী লীগের সহ-সম্পাদক রাজিউর রেজা খোকন চৌধুরী, প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন, উপ-প্রচার সম্পাদক জাহিরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সানোয়ার পারভেজ পুলক।

উল্লেখ্য, গতবছর ঠাকুরগাঁওয়ে ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে নিজেদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় উভয় পক্ষের অনন্ত তিনজন আহত হয়।

রবিউল এহসান রিপন/এএম/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।