কুড়িগ্রামে বাড়ছে শীত, এক শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
প্রকাশিত: ০৯:৪৪ পিএম, ০৪ জানুয়ারি ২০১৮

কুড়িগ্রামে শীতের তীব্রতা বেড়েছে। কনকনে ঠাণ্ডায় কাবু হয়ে পড়েছে নদ-নদী তীরবর্তী এলাকার কয়েক লাখ মানুষ। ইতোমধ্যে শীতজনিত রোগে আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে কুড়িগ্রাম হাসপাতালে মীম (দেড় বছর) নামে ওই শিশুর মৃত্যু হয়। শীতজনিত রোগে আক্রান্ত হওয়ায় মেয়েকে রাজারহাট থেকে কুড়িগ্রাম হাসপাতালে ভর্তি করেন বাবা বুলবুল।

কিন্তু তীব্র শীতে ডায়রিয়ায় আক্রান্ত মেয়েটি আধা ঘণ্টা পরেই মৃত্যুর কোলে ঢলে পড়ে। এ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস বলে রাজারহাট আবহাওয়া অফিস সূত্রে জানা যায়।

শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আনোয়ারুল হক জানান, শিশুটিকে শেষ মুহূর্তে ভর্তি করা হয়েছিল। সচেতন বাবা-মায়ের উচিত খারাপ পরিস্থিতি হওয়ার আগে রোগীকে হাসপাতালে নিয়ে আসা।

তিনি আরও বলেন, শীত মোকাবেলায় হাসপাতালে প্রয়োজনীয় ওষুধপত্র মজুদ নিশ্চিত করা হয়েছে। বিভিন্ন রোগে হাসপাতালে প্রায় দেড় শতাধিক রোগী ভর্তি রয়েছেন।

নদ-নদী তীরবর্তী ও শহরের দরিদ্র মানুষ এক কাপড়ে পার করছেন কনকনে শীত। ঘন কুয়াশা আর হিমেল বাতাসে জেলায় বেড়েছে শীতের তীব্রতা। শীতের কারণে বাড়ছে ঠাণ্ডাজনিত রোগ। এতে দুর্ভোগে পড়েছে শিশু-বৃদ্ধ আর খেটে খাওয়া মানুষ।

কুড়িগ্রাম ত্রাণ ও পুনর্বাসন অফিস সূত্রে জানিয়েছে, চলতি শীত মোকাবেলায় ত্রাণ বিভাগ থেকে ৯টি উপজেলায় ৫৭ হাজার কম্বল সরবরাহ করা হয়েছে। যেগুলো বিতরণের প্রক্রিয়ায় রয়েছে।

নাজমুল হোসেন/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।