৫ বছর পর আবারও সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুরে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৮:৪৬ পিএম, ০৭ জানুয়ারি ২০১৮

দিনাজপুরে চলতি শীত মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৫ দশমিক ১ ডিগ্রি সেলিসিয়াস রেকর্ড করা হয়েছে। এর আগে দিনাজপুরে ১৯৪৮ সালের পর ২০১৩ সালের ৯ জানুয়ারি সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৩ দশমিক ২।

রোববার সকালে দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিসের তথ্যমতে, শুক্রবার দিনাজপুরের তাপমাত্রা ছিল ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস ও শনিবার ছিল ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। রোববার কমে ৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে।

তিনি আরও বলেন, আজকের তাপমাত্রা চলতি মৌসুমে রেকর্ডকৃত সর্বনিম্ন। এটি গত শীত মৌসুমের তাপমাত্রাকেও ছাড়িয়ে গেছে। গত মৌসুমে ছিল ৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াম। আগামী ২-৩ দিন পর্যন্ত এ অবস্থা বিরাজমান থাকতে পারে। আগামী ৯ থেকে ১০ জানুয়ারির মধ্যে অবস্থার উন্নতি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তাপমাত্রা আরও কমার আশঙ্কা রয়েছে।

শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে দিনাজপুরের স্বাভাবিক জীবনযাত্রা। তীব্র শীতে ছিন্নমূল মানুষের যেমন বাড়ছে দুর্ভোগ, তেমনি ঠান্ডায় কাজ করতে না পারায় শ্রমজীবীরা পড়েছেন বিপাকে।

এছাড়া জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে তেমন বের হচ্ছে না সাধারণ মানুষ। সংবাদপত্র এসে পৌঁছেছে অন্যান্য দিনের চেয়ে দেরিতে। সারাদিন সূর্যের আলো দেখা যায়নি। যানবাহন চলাচল করেছে হেডলাইট জ্বালিয়ে। ট্রেন ছেড়েছে বিলম্বে।

এমদাদুল হক মিলন/এমএএস/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।