পুলিশের ধাওয়ায় পুকুরে ঝাঁপ, ব্যবসায়ীর মৃত্যু
রাজশাহীর পবায় পুলিশের ধাওয়ায় পুকুরে ঝাঁপ দিয়ে মারা গেছেন মকবুল হোসেন (৪৫) নামে এক মাছ ব্যবসায়ী। নিখোঁজের দুই দিন পর রোববার দুপুরে সোনাডাঙা পোড়াবিল এলাকার একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস কর্মীরা।
নিহত মকবুল হোসেন নগরীর উপকণ্ঠ বায়া ভোলাবাড়ি এলাকার মৃত শামসুল ইসলামের ছেলে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
মবকুল হোসেনের সঙ্গে মাছ ব্যবসা করেন এলাকার শহীদুল ইসলাম। তিনি বলেন, গত ৫ জানুয়ারি সন্ধ্যার পর মকবুলসহ তারা চারজন সোনাডাঙ্গা পোড়াবিল ভালাম এলাকার মাদক ব্যবসায়ী আইযুবের ভাটিতে বসে তাড়ি খাচ্ছিলেন। এ সময় পবা থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। টের পেয়ে তারা যে যার মত পালিয়ে যান। পুলিশের হাত থেকে বাঁচতে মকবুল পুকুরে ঝাঁপ দেন। পরে পুলিশ সেখান থেকে এক জনকে ধরে নিয়ে চলে যায়। কিন্তু পানি প্রচণ্ড ঠান্ডা হওয়ায় পুকুর থেকে উঠতে পারেননি মকবুল।
মকবুলের পরিবারের ভাষ্য, গত দুই দিন বাড়ি না ফেরায় তারা মকবুলের সন্ধান শুরু করে। খবর পেয়ে ওই পুকুর পাড়ে গিয়ে তার স্যান্ডেল পড়ে থাকতে দেখে স্বজনরা। পরে মকবুলের পরনের লুঙ্গিও ভাসতে দেখা যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে তার মরদেহ উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পবা থানার ওসি পরিমল কুমার চক্রবর্তী বলেন, আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
পুলিশের ধাওয়ায় মৃত্যুর বিষয়ে ওসি বলেন, পরিবার জানিয়েছে- তিনি নিয়মিত মাদক সেবন করতেন। পুলিশের মাদকবিরোধী অভিযান টের পেয়ে হয়তো মকবুল পালিয়ে যাচ্ছিলেন। বিষয়টি পুলিশ সদস্যরা জানতেন না।
ফেরদৌস সিদ্দিকী/আরএআর/আইআই