দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি বন্ধ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০৮:৪৫ এএম, ১৫ জানুয়ারি ২০১৮
ফাইল ছবি

পদ্মায় ঘন কুয়াশার কারণে নৌদুর্ঘটনা এড়াতে রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।

সোমবার রাত সাড়ে ৩টার দিকে পদ্মার অববাহিকায় কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় এ রুটে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। ফেরি বন্ধ হয়ে যাওয়ায় দক্ষিণাঞ্চল থেকে নদী পার হতে অাসা যানবাহন ও যাত্রীরা এই শীতে পড়েছেন চরম বিপাকে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট সহাকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মো. খোরশেদ অালম জানান, সোমবার মধ্যরাত থেকে দৌলতিয়া-পাটুরিয়া নৌপথের পদ্মা নদীতে ঘন কুয়াশা পড়তে থাকে। অাস্তে অাস্তে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকলে রাত সাড়ে ৩টার দিকে নৌদুর্ঘটনা এড়াতে এ রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। তবে কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু হবে।

রুবেলুর রহমান/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।