ট্রাকের পাটাতন কেটে ১০০ কেজি গাঁজা উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নওগাঁ
প্রকাশিত: ০৬:২৪ পিএম, ১৫ জানুয়ারি ২০১৮

নওগাঁর মহাদেবপুর থেকে একটি ট্রাক, মাইক্রোবাস ও ১০০ কেজি গাঁজাসহ আটজনকে আটক করেছে পুলিশ। সোমবার ভোরে উপজেলার বাগাচারা মহাসড়কের পাশ থেকে তাদের আটক করা হয়।

দুপুর ২টার দিকে নওগাঁর পুলিশ সুপার কার্যালয়ে মহাদেবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবু সালে মো. আশরাফুল সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব কথা জানান।

আটকরা হলেন, নওগাঁর বদলগাছী উপজেলার মাইক্রেবাস চালক মিঠু উদ্দিন, হুমায়ন কবির, রেজাউল হক, আমিনুল ইসলাম, পিন্টু, আলম হোসেন, ট্রাকচালক হারুন ও হেলপার মাহাতাব আলী।

সংবাদ সম্মেলন জানানো হয়, আন্তঃজেলা মাদক ব্যবসায়ীর চক্রের একটি সংঘবদ্ধ দল কুমিল্লা থেকে ট্রাকের পাটাতন কেটে বিশেষ প্রক্রিয়ায় নওগাঁর দিকে নিয়ে আসা হচ্ছে, এমন তথ্যের ভিত্তিতে ভোরে উপজেলার বাগাচারা মহাসড়কে অবস্থান নেয় পুলিশ।

এসময় একটি সাদা মাইক্রোবাস প্রটোকল দিয়ে ট্রাকের আগে আগে আসছিল। বিষয়টি নিশ্চিত হওয়ার পর একটি ট্রাক দিয়ে বেরিকেড তৈরি করা হয় মাদকবহন ট্রাক ও মাইক্রেবাসটিকে। এসময় ট্রাকে তল্লাশি চালিয়ে ১০০ কেজি গাঁজা উদ্ধার এবং আটজনকে আটক করা হয়। আটকদের বিরুদ্ধে থানায় মামলা দিয়ে নওগাঁ জেল হাজতে পাঠানো হয়।

আব্বাস আলী/এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।