ভোলায় রাষ্ট্রপতির ২ দিনের সফর স্থগিত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ভোলা
প্রকাশিত: ১২:২৮ পিএম, ১৬ জানুয়ারি ২০১৮

রাষ্ট্রপতি আবদুল হামিদের দুই দিনের রাষ্ট্রীয় সফরে ভোলা ও চরফ্যাশনে আসার কথা থাকলেও অনিবার্য কারণে তার সফরসূচি স্থগিত করা হয়েছে। এ খবর নিশ্চিত করেছেন ভোলা-৪ আসনের এমপি বন ও পরিবেশ উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব।

তিনি বলেন, ঘন কুয়াশা ও বৈরি আবহাওয়ার কারণে রাষ্ট্রপতি আবদুল হামিদের ভোলা সফর পিছিয়ে দিয়ে ২৪ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে। ভোলা সফর স্থগিত হওয়ার খবরে উৎসুক জনতার মধ্যে হতাশা বিরাজ করছে বলে জানা গেছে।

আজ মঙ্গলবার রাষ্ট্রপতি আবদুল হামিদের ভোলায় আসার কথা ছিল। চরফ্যাশনে আসার পর বেলা ১১টায় রাষ্ট্রপতিকে গার্ড অব অনার এবং অভ্যর্থনা জানানোর পর দুপুর ২টার দিকে চরফ্যাশন উপজেলা সদরে নির্মিত দক্ষিণ পূর্ব এশিয়ার সুউচ্চ ওয়াচ টাওয়ার উদ্বোধন ও পরে টিবি হাইস্কুল মাঠে সুধি সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেয়ার কথা ছিল।

পরদিন বুধবার বেলা সাড়ে ১১টায় রাষ্ট্রপতির ভোলা সদরের উপশহর বাংলাবাজারে স্বাধীনতা যাদুঘরের উদ্বোধন ও দুপুর ১২টায় ফাতেমা খানম ডিগ্রি কলেজ মাঠে সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার কথা ছিল।

এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।