নির্মাণাধীন বাড়িতে ঘুম, দেয়ালচাপায় মৃত্যু
নওগাঁর পত্নীতলায় দেয়াল চাপায় জাহিদুল ইসলাম (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে উপজেলার দিবর ইউনিয়নের জাহাঙ্গীরা পাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাহিদুল ওই গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত এক মাস থেকে সিরাজুল ইসলাম তিন কক্ষ বিশিষ্ট দোতলা একটি মাটির বাড়ি তৈরি করছিলেন। ইতোমধ্যে কাজ প্রায় শেষ। তবে ছাউনির দেয়ার কাজ বাঁকি ছিল। জাহিদুল কয়েক দিন থেকে নির্মাণাধীন বাড়ির একটি ঘরে চৌকি রেখে রাত্রি যাপন করেন। বুধবার ভোরের দিকে নতুন বাড়ির দেয়াল ভেঙে চাপা পড়ে জাহিদুল। এলাকাবাসী ও পত্নীতলা ফায়ার সার্ভিসের কর্মীরা জাহিদুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়েগেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
আব্বাস আলী/আরএআর/আরআইপি