হাতীবান্ধায় সড়ক দুর্ঘটনায় হাতির মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লালমনিরহাট
প্রকাশিত: ০২:৫৪ পিএম, ২২ জানুয়ারি ২০১৮

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার মিলন বাজার মৌলবী আবুল কাশেম সিনিয়র মাদরাসার সামনে মালবাহী ট্রাকের ধাক্কায় একটি বয়স্ক হাতির মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যায় এ দুর্ঘটনার পর সোমবার দুপুরে হাতিটির মৃত্যু হয়।

জানা গেছে, জেলার কালীগঞ্জ উপজেলার করিম উদ্দিন পাবলিক কলেজ মাঠে অনুষ্ঠিত দি রাজমনি সার্কাসের একটি বয়স্ক হাতি পাটগ্রাম উপজেলায় আসার পথে হাতীবান্ধা উপজেলার মিলন বাজার এলাকায় একটি মালবাহী ট্রাকের ধাক্কায় আহত হয় হাতিটি। এসময় ট্রাকটি পালিয়ে যায়।

Elephent

স্থানীয় আরিফুল ইসলাম আরিফ জানান, হাতিটি ট্রাক থামানোর চেষ্টা করলে ট্রাকটি হাতিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুরে হাতিটির মৃত্যু হয়।

হাতির মাহুদ জাফর আলী জানান, হাতিটির মৃত্যুর বিয়ষটি মালিককে জানানো হয়েছে। হাতিটি নিতে মালিক পক্ষের লোকজন আসছেন।

হাতীবান্ধা হাইওয়ে থানা পুলিশের ওসি প্রসূন কান্তি দাস, জাগো নিউজকে সড়ক দুর্ঘটনায় হাতির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

রবিউল হাসান/এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।