চা খাওয়ার কথা বলে বের হয়ে লাশ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নওগাঁ
প্রকাশিত: ০৪:৩৩ পিএম, ২৩ জানুয়ারি ২০১৮

নওগাঁর বদলগাছীতে আব্দুল খালেক (৪৫) নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে উপজেলার বালুভরা ইউনিয়নের মধুপুর গ্রামের বাঁশঝাড়ের পাশ থেকে ওই মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত আব্দুল খালেক উপজেলার দুনইল গ্রামে শ্বশুরবাড়িতে থাকতেন এবং উপজেলার বৈকণ্ঠপুর গ্রামের মৃত হুরমত আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২৫ বছর আগে উপজেলার দুনইল গ্রামে আব্দুল খালেক চলে আসেন। সেখানেই বিয়ে করে সংসার শুরু করেন। সংসারে স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে আছে তার।

সোমবার রাত ৯টার দিকে চা খাওয়ার কথা বলে আব্দুল খালেক বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। পরে বাড়ির লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে তাকে পায়নি।

মঙ্গলবার সকালে মধুপুর গ্রামের মাঠে বাঁশঝাড়ের পাশে ফাঁকা জায়গায় গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানা পুলিশ খবর দেয়।

খবর পেয়ে থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনার পর নিহতের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে নিহতের মা খতেজা বিবি ও স্ত্রী হেলেনা বার বার মূর্ছা যাচ্ছিলেন।

বদলগাছী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের মাথায় আঘাতের চিহ্ন আছে। তবে কি কারণে এ হত্যার ঘটনা ঘটেছে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

আব্বাস আলী/এএম/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।