ভোলায় স্বাধীনতা জাদুঘর উদ্বোধন করলেন রাষ্ট্রপতি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ভোলা
প্রকাশিত: ০৫:০৪ পিএম, ২৫ জানুয়ারি ২০১৮

মুক্তিযুদ্ধের ধারাবাহিক ইতিহাস সংরক্ষণ এবং তা নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে ভোলার বাংলাবাজারে নির্মিত স্বাধীনতা জাদুঘর উদ্বোধন করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তিনতলা বিশিষ্ট দৃষ্টিনন্দন এ স্থাপনাকে মক্তিযুদ্ধের ইতিহাসের আলোকে সাজানো হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে জাদুঘরটি উদ্বোধনের পর রাষ্ট্রপতি জাদুঘর ও মুক্তিযুদ্ধের দুর্লভ প্রামাণ্যচিত্র পরিদর্শন করেন। এ সময় বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, বন ও পরিবেশ প্রতিমন্ত্রী আবদুল্লাহ আল আসলাম জ্যাকব, এমপি নুরুন্নবী চৌধুরী শাওন, আলী আজম মুকুল প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে রাষ্ট্রপতি বাংলাবাজার ফাতেমা খানম মহিলা ডিগ্রি কলেজে সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবের বক্তব্য দেন।

bhola

জাদুঘরটিতে এক দিকে রয়েছে গবেষণাগার এবং অপরদিকে ডিজিটাল ডিসপ্লেতে রয়েছে ব্রিটিশবিরোধী আন্দোলনের তথ্য। জাদুঘরটিতে ভাষা অন্দোলন থেকে স্বাধীনতা আন্দোলনের ধারাবাহিকতা দেখতে ও জানতে পারবে নতুন প্রজন্ম। এছাড়া সেখানে একটি অংশে বাঙালির লোকজ ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরা হয়েছে।

প্রখ্যাত ইতিহাসবিদ ড. মুনতাসীর মামুনসহ বেশ কয়েকজন গবেষকের নিরলস পরিশ্রমে জাদুঘরটি অন্যতম সংগ্রহশালায় পরিণত হয়েছে। বাণিজ্যমন্ত্রীর মায়ের নামে বাংলাবাজারে প্রতিষ্ঠিত ফাতেমা খানম কমপ্লেক্সে ৩ বছর আগে যাদুঘরটির নির্মাণকাজ শুরু হয়। এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের পৃষ্টপোষকতায় জাদুঘরের তিন তলার প্রথম তলায় লাইেব্রেরি, অডিটরিয়াম এবং প্রদর্শনী রয়েছে। এছাড়াও দ্বিতীয় ও তৃতীয় তলা স্বাধীনতার ইতিহাসের আলোকে সাজানো হয়েছে।

আরএআর/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।