সেই গ্রেনেড হামলার স্থানে পুষ্পস্তবক অর্পণ
সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার উপর গ্রেনেড হামলার ঘটনাস্থল বৈদ্যের বাজারে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
শনিবার সকাল ৯টায় হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যের বাজারে স্থাপিত স্মৃতিসৌধে এ উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া করা হয়।
পুষ্পার্ঘ অর্পণ করেন হবিগঞ্জ ও সিলেটের সংরক্ষিত এমপি অ্যাডভোকেট আমাতুল কিবরিয়া চৌধুরী কেয়া। এ সময় উপস্থিত ছিলেন কিবরিয়া স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক আবিদুর রহমান ও সাধারণ সম্পাদক অনুপ কুমার দেব মনা।
এ সময় আমাতুল কিবরিয়া চৌধুরী কেয়া বলেন, প্রকৃত আসামিদের খুঁজে বের করে শাস্তি দিতে হবে।
সৈয়দ এখলাছুর রহমান খোকন/এফএ/এমএস