ভোলার নতুন ক্ষেত্র থেকে পরীক্ষামূলক গ্যাস উত্তোলন শুরু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ভোলা
প্রকাশিত: ০৪:০৯ পিএম, ২৭ জানুয়ারি ২০১৮

ভোলায় রাষ্ট্রীয় তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলন কোম্পানি বাপেক্সের আবিষ্কৃত নতুন গ্যাসক্ষেত্র থেকে পরীক্ষামূলক উত্তোলন শুরু হয়েছে।

শনিবার বেলা সোয়া ১টার দিকে এ উত্তোলন শুরু হয়। এর আগে গত সোমবার অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ গ্যাসক্ষেত্র আবিষ্কারের কথা ঘোষণা করা হয়।

বিষয়টি নিশ্চিত করে বাপেক্স প্রকল্প পরিচালক বজলুল রহমান জানান, মাটির ৩৩৪৮ ফুট নিচ থেকে গ্যাসের অনুসন্ধান মিলেছে। সেখান থেকে গ্যাস উত্তোলন শুরু করা হয়। এতে ৬০০ বিলিয়ন ঘনফুট গ্যাস মজুদ রয়েছে।

এর আগে গত ৯ ডিসেম্বর ভোলা সদরের ভেদুরিয়া এলাকায় নর্থ-১ কূপ খনন করা হয়। চলতি মাসের ১৫ জানুয়ারি এ গ্যাসের সন্ধান পায় বাপেক্স।

jagonews24

ভোলার শাহবাজপুরে গ্যাস আবিষ্কারের পর ৪টি কূপ খনন করা হয়। সেখানকার ২টি কূপ থেকে প্রতিদিন ৪০/৪২ মিলিয়ন গ্যাস উত্তোলন চলছে। এছাড়া শাহবাজপুর ইস্ট-১ নামের অপর একটি কূপ থেকেও ডিসেম্বরে গ্যাসের সন্ধান মিলে।

বাপেক্স সূত্র জানায়, বাপেক্সেরই ত্রিমাত্রিক ভূকম্পন জরিপের (থ্রি-ডি সাইসমিক সার্ভে) তথ্যের ভিত্তিতে ভোলার উত্তর প্রান্তে ভেদুরিয়া নামক স্থানে নতুন ক্ষেত্রটি আবিষ্কৃত হয়। এটি দেশে আবিষ্কৃত ২৭তম গ্যাসক্ষেত্র। ক্ষেত্রটির নাম দেয়া হয়েছে ভোলা নর্থ। ভোলায় বিদ্যমান শাহবাজপুর ক্ষেত্র থেকে এ ক্ষেত্রের দূরত্ব প্রায় ৩২ কিলোমিটার।

এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।