লক্ষ্মীপুরে ২০০ একর ইরি-বোরোর চাষাবাদ ব্যাহত
লক্ষ্মীপুর সদরের একটি সেচ প্রকল্পের প্রায় ২০০ একর জমিতে ইরি-বোরো ধান চাষ করা যাচ্ছে না। এতে ধারদেনা করে জমি বন্ধক নেয়া কয়েকশ কৃষক চরম বিপাকে পড়েছেন।
এ সংকট নিরসনে বৃহস্পতিবার দুপুরে উপজেলার মধ্য চর রমনী মোহন গ্রামের আলিফ সেচ প্রকল্প এলাকায় ক্ষতিগ্রস্ত কৃষক-কৃষাণীরা মানববন্ধন কর্মসূচি করেছেন। এ সময় তারা এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন।
স্থানীয় সূত্র জানায়, ওই প্রকল্প নিয়ে জনৈক ব্যক্তির আদালতে মামলা দায়ের ও স্থিতিবস্থায় আদেশের কারণে চাষাবাদ ব্যাহত হচ্ছে। এদিকে কৃষকরা যেন ক্ষতিগ্রস্ত না হন এ বিষয়ে দ্রুত স্থানীয় প্রশাসনের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেয়ার কথা জানালেন বিএডিসির কর্মকর্তা।
সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, সদর উপজেলার মধ্য চর রমনী মোহন গ্রামে ১৫ বছর ধরে স্থানীয়দের উদ্যোগে আলিফ সেচ প্রকল্পের আওতায় প্রায় ২০০ একর জমিতে কৃষকরা ইরি বোরো চাষ করে আসছেন।
সম্প্রতি ওই প্রকল্পটি বিএডিসি কর্তৃক সরকারিভাবে ভূগর্ভস্থ ভারি পাইপ লাইন নির্মাণের জন্য সিদ্ধান্ত নিয়ে কার্যাদেশ দেয়া হয়। এতে স্থানীয় খোরশেদ আলম তার জমির ওপর দিয়ে সেচ প্রকল্প চালু না করতে জেলা আদালতে মামলা দায়ের করলে স্থিতিবস্থায় বজায় রাখার নির্দেশ দেয়া হয়। এতে ওই প্রকল্পটির কার্যক্রমও বন্ধ হয়ে যায়।
কৃষকরা জানায়, এখন ইরি-বোরো আবাদের সময় যাচ্ছে। চারা রোপণের শেষ সময়ে এসেও তারা চাষাবাদ না করতে পারছেন না। এর প্রতিবাদে তারা মানববন্ধন করেছেন।
এ ব্যাপারে লক্ষ্মীপুর বিএডিসি ক্ষুদ্র সেচ বিভাগের সহকারী প্রকৌশলী কাজী মো. আবুল কালাম বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। কৃষকরা যেন ক্ষতিগ্রস্ত না হন তা নিয়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে আলোচনা করা হবে। বিষয়টি সমাধানের জন্য উদ্যোগ নেয়া হবে।
কাজল কায়েস/এএম/জেআইএম