শেরপুরে কৃষককে কুপিয়ে হত্যা


প্রকাশিত: ১২:০৩ পিএম, ২০ জুলাই ২০১৫

শেরপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে কৃষক আউস আলী ওরফে সদাইকে (৬২) প্রতিপক্ষের লোকজন কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। সোমবার দুপুরে চরভাবনা গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, জমি নিয়ে আউস আলীর সঙ্গে প্রতিবেশি গোলাপ মিয়া ও মোহাম্মদ আলীর দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। আর এরই জের ধরে দুপুর ১টার দিকে স্থানীয় মাতবর নাডু মেম্বার ও আবুল মেম্বার বিচারের নামে আউস আলীকে জমি ছেড়ে দিতে বলে। কথা কাটাকাটির একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন আউস আলীর বাড়িতে হামলা চালায়। এ সময় তাকে দা দিয়ে কোপ দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
 
আউস আলীর ছেলে ফজু মিয়া অভিযোগ করে বলেন, গোলাপ মিয়া ও মোহাম্মদ আলীর সহযোগিতায় তার বাবাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাযহারুল করিম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের ছেলে ফজু মিয়া বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। তাদের ধরতে অভিযান চালানো হচ্ছে।

হাকিম বাবুল/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।