বিএনপি নেতার বাড়ি ঘিরে রেখেছে পুলিশ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুষ্টিয়া
প্রকাশিত: ০৫:৪১ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০১৮

কুষ্টিয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ সোহরাব উদ্দিনের বাসভবন ঘিরে রেখেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

শনিবার সকাল ১০টা থেকে বিপুল সংখ্যক পুলিশ ও গোয়েন্দা পুলিশ তার বাড়ির সামনে অবস্থান নেয়। তখন সোহরাব উদ্দিন বাড়ির ভেতরেই অবস্থান করেছেন। পুলিশ বলছে, নাশকতার আশঙ্কায় সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।

বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, শনিবার বিক্ষোভ মিছিলের আয়োজন করেছিল জেলা বিএনপি। গোপনে বিপুল সংখ্যক নেতাকর্মী জমায়েতের সব প্রস্তুতি সম্পন্ন করেছিল নেতারা। যেকোনো স্থান থেকে বিকেলে মিছিলটি বের হওয়ার কথা রয়েছে। বিএনপির গোপন প্রস্তুতি আগেই জেনে যায় গোয়েন্দা সংস্থার সদস্যরা।

এ জন্য সকালেই জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ সোহরাব উদ্দিনের বাসভবন ঘিরে ফেলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

সোহরাব উদ্দিন অভিযোগ করে বলেন, আমাকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। বিএনপি শান্তিপূর্ণ কর্মসূচি পালনের প্রস্তুতি নিয়েছিল। কিন্তু পুলিশ জেলা বিএনপির কার্যালয় ও আমার বাসভবন ঘিরে রেখেছে।

কুষ্টিয়া মডেল থানা পুলিশের ওসি নাসির উদ্দিন বলেন, সোহরাব উদ্দিনের বাড়ির আশপাশে নাশকতার আশঙ্কা ছিল। তাকে সেভ করার জন্য পুলিশ সতর্ক অবস্থান নিয়েছে। কোনো নেতার বাড়িতে পুলিশ অবস্থান নেয়নি।

আল-মামুন সাগর/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।