সাজাপ্রাপ্ত ব্যক্তি দলীয় প্রধান হতে পারেন কি-না জানা নেই

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ভোলা
প্রকাশিত: ০৬:১৭ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০১৮

দুর্নীতির দায়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা হওয়ার পর তার ছেলে তারেক রহমানকে দলীয় প্রধান করার ব্যাপারে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, একজন সাজাপ্রাপ্ত ব্যক্তি দলীয় প্রধান হতে পারেন কি-না তা আমার জানা নেই। এ বিচার বাংলাদেশের জনগণ করবে। আমরা একটি ক্ষুধা-দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে চাই।

শনিবার দুপুরে সদর উপজেলার বাংলাবাজার এলাকায় স্বাধীনতা জাদুঘর পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন। গত বৃহস্পতিবার জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়া ও তারেক রহমানসহ ছয়জনের সাজা দেন আদালত।

বাণিজ্যমন্ত্রী বলেন, ভোলায় ২২৫ মেগাওয়াট একটি পাওয়ার প্ল্যান্ট রয়েছে। ভারতীয় একটি কোম্পানি আরও ২২৫ মেগাওয়াট, আশুগঞ্জ থেকে ১০০ মেগাওয়াট ও ৪০০ মেগাওয়াটের আরও একটি বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে। এতে ভোলাসহ দেশের দক্ষিণাঞ্চলে বিদ্যুতের আর কোনো সমস্যাই থাকবে না।

তোফায়েল আহমেদ বলেন, ভোলায় ইতোমধ্যে প্রধানমন্ত্রীর ঘোষণা অনুসারে ১ দশমিক ৫ ট্রিলিয়ন গ্যাস পাওয়া গেছে। আরও ৩টি কূপ খনন হলে ২ট্রিলিয়ন গ্যাস পাওয়া যাবে। ফলে গ্যাসভিত্তিক শিল্প ও কল কারখানা গড়ে উঠলে ভোলা হবে দেশের মধ্যে উন্নত একটি জেলা।

তিনি বলেন, ভোলা একটি শিল্প নগরী হবে। এখানকার উৎপাদিত পণ্য ঢাকাসহ বিভিন্ন স্থানে পাঠানোর জন্য ভোলা-বরিশাল ব্রিজ নির্মাণের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ব্রিজটি হলে পদ্মা সেতু দিয়ে মাত্র ৫ ঘণ্টায় ভোলা থেকে ঢাকা যাওয়া যাবে।

এ সময় বিনিয়োগ বোর্ডের সাবেক প্রধান সচিব এম মোকাম্মেল হক, দৈনিক ভোরের কাগজ পত্রিকার সম্পাদক শ্যামল দত্ত, জেলা প্রশাসক মোহা. সেলিম উদ্দিন, পুলিশ সুপার মো. মোকতার হোসেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হামিদুল হক বাহালুল, পৌর মেয়র মো. মনিরুজ্জামান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোশারেফ হোসেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব প্রমুখ উপস্থিত ছিলেন।

আরএআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।