কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুষ্টিয়া
প্রকাশিত: ১২:৪৪ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০১৮

কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী ও মিনিট্রাকের চালক নিহত হয়েছেন। রোববার সকালে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের মঙ্গলবাড়িয়া ও কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের লক্ষীপুর নামক স্থানে পৃথক এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল আরোহী জেলার মিরপুর উপজেলার তালবাড়িয়া ইউনিয়নের রানাখড়িয়া গ্রামের খবির উদ্দিন প্রামানিকের ছেলে তুহিন প্রামানিক (৪৫) ও মিনিট্রাকের চালক পটুয়াখালী জেলার পশ্চিম শরিয়তপুর গ্রামের সুন্দর আলীর ছেলে আবদুর রহমান (৩০)। পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

এ ঘটনায় মটরসাইকেল চালক জসীম (৩০) ও মিনিট্রাকের হেলপার কাউসার (১৭) আহত হয়েছেন। তাদেরকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আলী সরদার এ তথ্য নিশ্চিত করে জানান, সকাল সাড়ে ৮টায় জেলার মিরপুর উপজেলার রানাখড়িয়া থেকে মোটরসাইকেলযোগে কুষ্টিয়া যাচ্ছিলেন জসীম ও তুহিন। কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের মঙ্গলবাড়িয়া নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগ্রামী ট্রাকের চাপায় তুহিন প্রামানিক নিহত হন।

অন্যদিকে পটুয়াখালী থেকে ইলিশ বোঝায় একটি মিনিট্রাক সকালে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের লক্ষীপুর পৌঁছালে বিপরীতদিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মিনিট্রাকের চালক আবদুর রহমান নিহত হন।

আল-মামুন সাগর/এফএ/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।