স্ত্রীর মামলায় রূপালী ব্যাংক কর্মকর্তা গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লালমনিরহাট
প্রকাশিত: ০৫:৪৭ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০১৮

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় স্ত্রীকে নির্যাতনের মামলায় রেজাউল করিম রেজা (৩২) নামে এক রূপালী ব্যাংক কর্মকর্তাকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার সকালে নীলফামারী জেলার ডালিয়া পানি উন্নয়ন বোর্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রেজাউল করিম রেজা নীলফামারী জেলার ডালিয়া রূপালী ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট অফিসার। তিনি লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার অন্ধ হাফেজ সাহেবের মাজার এলাকার পূর্ব সারডুবী গ্রামের ওসমান গণির ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ২০১৬ সালের ৬ মে লালমনিরহাট হাতীবান্ধা উপজেলার মধ্য গড্ডিমারী গ্রামে শাহাবুল ইসলামের মেয়ে শাহিনা আক্তারের সঙ্গে ওই ব্যাংক কর্মকর্তার বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকসহ বিভিন্ন কারণে শাহিনা আক্তারকে নির্যাতন করে ব্যাংক কর্মকর্তা রেজাউল করিম রেজা ও তার পরিবারের সদস্যরা।

এ ঘটনায় ২০১৭ সালের ৯ অক্টোবর গাজীপুরে নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালে মামলা করেন শাহিনা আক্তার। ওই ঘটনায় গাজীপুর আনসার ভিডিপি কর্মকর্তা আমিনুরুজ্জামান তদন্তে ব্যাংক কর্মকর্তা রেজাউল করিমকে দোষী সাব্যস্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগের ভিত্তিতে গত ১৫ জানুয়ারি ব্যাংক কর্মকর্তা রেজাউল করিম রেজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ান জারি করেন আদালত।

বিষয়টি নিশ্চিত করে হাতীবান্ধা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হাসান সরদার বলেন, রূপালী ব্যাংক কর্মকর্তা রেজাউল করিম রেজাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

রবিউল হাসান/এএম/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।