লক্ষ্মীপুরে বিএনপির ঝটিকা মিছিল, আটক ৪

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০১:২৪ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০১৮

দুর্নীতি মামলায় কারাবন্দি খালেদা জিয়ার মুক্তির দাবিতে লক্ষ্মীপুরে বিএনপির নেতাকর্মীদের ঝটিকা মিছিলে ধাওয়া করেছে ডিবি পুলিশ। এ সময় চার নেতাকর্মীকে আটক করা হয়। সোমবার সকালে লক্ষ্মীপুর শহরের উত্তর তেমুহনী এলাকায় এ ঘটনা ঘটে।

আটকরা হলেন, সদর থানা পশ্চিম যুবদলের যুগ্ম-আহ্বায়ক শিপন পাটোয়ারী, বিএনপি কর্মী রাশেদ, নুরু ও সুমন হোসেন। মিছিল করার সময় তাদের ধাওয়া করে আটক করা হয়।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন সাবু জানান, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে রায়ের প্রতিবাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ বাধা দিয়েছে। এসময় অন্যায়ভাবে আমাদের চার নেতাকর্মীকে আটক করা হয়।

এ ব্যাপারে লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার (এসপি) আ স ম মাহাতাব উদ্দিন বলেন, আন্দোলনের নামে বিশৃঙ্খলা করায় চারজনকে আটক করা হয়েছে। আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সতর্ক রয়েছে।

কাজল কায়েস/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।