ঠাকুরগাঁওয়ে গৃহবধূকে হত্যার অভিযোগ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঠাকুরগাঁও
প্রকাশিত: ০৮:৫৫ এএম, ১৫ ফেব্রুয়ারি ২০১৮

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় মুনছুরা আক্তার (২২) নামের এক গৃহবধূকে ৩ দিন ঘরে আটকে রেখে নির্যাতন করে মুখে বিষ ঢেলে হত্যা করা হয়েছে। এ ঘটনায় গৃহবধূর স্বামী রুবেল (২৭) ও শ্বশুর তফিজুল ইসলামকে (৫২) আটক করেছে পুলিশ।

বুধবার বিকেলে বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের কলন্দা করিয়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত মুনছুরা ওই গ্রামের মাসুদ রানা ওরফে রুবেলের স্ত্রী।

গৃহবধূর মা রজিনা বেগম অভিযোগ করে বলেন, রুবেল ও তার পরিবারের লোকজন দীর্ঘদিন ধরে মুনছুরাকে মারপিটসহ বিভিন্ন প্রকার অত্যাচার করে আসছিল। গত কয়েকদিন ধরে তাকে ঘরে বন্দি করে খাবার দেয়া বন্ধ করে দেয় এবং আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রাখে। বুধবার বিকেলে এক প্রতিবেশী মোবাইল ফোনে আমাদের জানালে আমি ছুটে এসে দেখি মেয়ের মরদেহ পড়ে রয়েছে। বাড়ির সব দরজা তালাবদ্ধ। লোকজন কেউ নেই।

বালিয়াডাঙ্গী থানার এসআই আবু বক্কর সিদ্দিক বলেন, গৃহবধূর স্বামী ও শ্বশুরকে আটক করে থানায় নেয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

রবিউল এহসান রিপন/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।