চুয়াডাঙ্গায় আগুনে ১০টি ঘর ভস্মীভূত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গার
প্রকাশিত: ০৯:৩৯ এএম, ১৭ ফেব্রুয়ারি ২০১৮
প্রতীকী ছবি

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার খুদিয়াখালী গ্রামের আবাসিক প্রকল্প এলাকায় আগুনে ১০টি টিনের ঘর পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাত পৌনে ২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, শুক্রবার গভীর রাতে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। অল্প কিছুক্ষণের মধ্যে আগুন চারদিক ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসে খবর দেয়া হলে চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গা ইউনিটের ফায়ার সার্ভিস কর্মীরা প্রায় দুই ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার খালিদ হুসাইন বলেন, প্রাথমিকভাবে ধারাণা করা হচ্ছে- চুলার আগুন থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে থাকতে পারে। আগুনে প্রায় ১৫ লাখ টাকারও বেশি মালামাল পুড়ে গেছে বলে বাড়ির মালিকরা দাবি করেছেন।

আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।