লক্ষ্মীপুরে গণস্বাক্ষর কর্মসূচিতে বিএনপি দু’টুকরা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৩:৫৮ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০১৮

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে লক্ষ্মীপুরে আলাদা গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছে দলীয় নেতাকর্মীরা। শনিবার সকালে জেলা বিএনপির কার্যালয়ে গণস্বাক্ষর কর্মসূচির আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- খালেদা জিয়ার উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ শামছুল আলম, জেলা বিএনপির সহ-সভাপতি সিরাজুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন ভূঁইয়া, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক সৈয়দ রশিদুল হাসান হাসান লিংকন, জেলা ছাত্রদলের সভাপতি হারুনুর রশিদ ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মামুন প্রমুখ।

অন্যদিকে একই দাবিতে সকালে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন সাবু তার বাসভবনে গণস্বাক্ষর কর্মসূচির আয়োজন করেন।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সহ-সভাপতি ছায়েদুর রহমান ছুট্টু, যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডাভোকেট হারুনুর রশিদ বেপারি, সাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান, জেলা যুবদলের সভাপতি রেজাউল করিম লিটন, যুবদল নেতা খালেদ মোহাম্মদ আলী কিরন ও সৌরভ হোসেন ভুলু প্রমুখ।

কাজল কায়েস/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।