সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় ছাত্রদল নেতার মৃত্যু
সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আশরাফুল হক তালুকদার (২৮) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মীরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের দুলাভাই আরিফ আহমদ পলাশ জানান, মঙ্গলবার রাতে সিলেট নগরে কানিশাইলস্থ বাসা থেকে প্রাইভেটকার চালিয়ে জগন্নাথপুরের নিজ বাড়ি আসামপুর জুম্মাবাড়ি যাচ্ছিলেন আশরাফুল। জগন্নাথপুর উপজেলার মীরপুর এলাকায় যাওয়ার পর তার প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হন আশরাফুল। আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ছামির মাহমুদ/আরএআর/পিআর