অপরাধী ছাড়া নির্বাচনের দরজা সবার জন্য খোলা : তথ্যমন্ত্রী
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভপতি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, নির্বাচন ও আদালতের দরজা সবার জন্য খোলা। কোনো সাজাপ্রাপ্ত ব্যক্তি যদি বিচারপ্রার্থী হয় তাহলে উচ্চ আদালতে আইনি লড়াইয়ের অধিকার তার আছে। তবে মনে রাখতে হবে অপরাধী ছাড়া নির্বাচনের দরজা সবার জন্য খোলা।
শুক্রবার দুপুরে কুষ্টিয়া সার্কিট হাউসে জাসদ নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ সব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, সহায়ক সরকারের প্রস্তাব এবং খালেদা জিয়ার সাজা এই দুই বিষয়কে উছিলা করে বিএনপি নির্বাচন বানচালের একটা চক্রান্তের জাল বিস্তার করেছে। দলের নেতাকর্মীর সাজা হলে দলের নিবন্ধন বাতিল হয় না। সুতরাং বিএনপি নির্বাচন করতে পারে।
তিনি আরও বলেন, বর্তমান সরকার কাউকে নির্বাচনের বাইরে রাখতে চাই না আবার নির্বাচনে ডাকতেও চাই না। সুতরাং আদালত কোনো অপরাধীকে সাজা দিলে তাকে নির্বাচনের বাইরে রাখা সরকারের দায়িত্ব নয়।
এ সময় কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. জহির রায়হান, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক শেখ আহম্মদ আলীসহ জাসদ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আল-মামুন সাগর/আরএআর/আইআই