আমরা চাই সকল দাপ্তরিক ভাষা হোক বাংলা : রেলপথ সচিব
রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোফাজ্জেল হোসেন বলেছেন, আমরা চাই সব দাপ্তরিক ভাষা যেন বাংলা হয়। বিশ্বের প্রায় ৩০ কোটিরও বেশি মানুষের মাতৃভাষা বাংলা। এ কারণে জাতিসংঘের ৭ম দাপ্তরিক ভাষাও হোক বাংলা।
শনিবার সকালে পিরোজপুর প্রেস ক্লাব মিলনায়াতনে প্রাণ-গ্রুপের সহযোগিতা ও অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমের আয়োজনে ‘জাতিসংঘে বাংলা চাই’ ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ভোট দান ক্যাম্পেইনের উদ্বোধন করেন পিরোজপুরের জেলা প্রশাসক মো. আবু আহমদ ছিদ্দীকী। এরপর প্রধান অতিথি অনলাইনে ‘জাতিসংঘে বাংলা চাই’ ভোট দেন।
মঠবাড়িয়া থেকে শনিবার সকালে বাগেরহাট এবং মোংলায় রেললাইন স্থাপনের কাজ দেখতে যাবার পূর্বে তিনি এ অনুষ্ঠানে যোগ দেন।

এর আগে সকালে পিরোজপুর প্রেস ক্লাবের সামনে থেকে একটি র্যালি বের হয়। র্যালি শেষে এক আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা কাজী তোফায়েল হোসেন।
এতে বক্তব্য রাখেন, পিরোজপুর প্রেস ক্লাবের সভাপতি শফিউল হক মিঠু, সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু, সাবেক সভাপতি গৌতম চৌধুরী, সাবেক আহ্বায়ক জিয়াউল আহসান, সাবেক সম্পাদক শিরিনা আফরোজ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জাগোনিউজ এর পিরোজপুর প্রতিনিধি হাসান মামুন।
এর আগে বৃহস্পতিবার পিরোজপুর শহরের গোপাল কৃষ্ণ টাউন ক্লাব মাঠে ৩ দিনব্যাপী শুরু হওয়া ডিজিটাল মেলায় জাগো নিউজের পক্ষ থেকে একটি স্টল খোলা হয়েছে। সেখানে জাতিসংঘে বাংলা চালুর দাবিতে ল্যাপটপে ভোট প্রদান করেন অনেকেই।
আবেদন করতে ভিজিট করুন : www.jagonews24.com/makebanglaofficial
হাসান মামুন/এমএএস/আরআইপি