নওগাঁয় দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নওগাঁ
প্রকাশিত: ০৭:৩৬ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০১৮

নওগাঁ থেকে ঢাকা-চট্টগ্রাম-সিলেটসহ দূরপাল্লার সব রুটের বাস চলাচল গত এক সপ্তাহ থেকে বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন নওগাঁবাসী।

নওগাঁ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সঙ্গে বগুড়া শাহ ফতেহ আলী বাস মালিকের অন্তঃদ্বন্দ্বে এ সমস্যার সৃষ্টি হয়েছে। ফলে নওগাঁ থেকে দূরপাল্লার সব বাস চলাচল বন্ধ হয়ে পড়েছে।

জানা গেছে, ঢাকার মহাখালী থেকে নওগাঁর সাপাহার রুটে বগুড়া ও নওগাঁ শ্রমিক ইউনিয়নের দুটি বাস সমঝোতা চুক্তির মাধ্যমে চলাচল করতো। গত কয়েকদিন ধরে বগুড়ার শাহ ফতেহ আলী বাসের মালিকপক্ষ চুক্তি ভঙ্গ করে তাদের দুটি বাস নিয়ে চলে যায়। এরপর নওগাঁর বাসগুলো বগুড়ার ওপর দিয়ে চলাচল বন্ধ করে দেয়।

ফলে ঢাকার উদ্দেশ্যে নওগাঁর বাসগুলো রাজশাহী দিয়ে প্রায় ১৫০ কিলোমিটার ঘুরে যেতে হচ্ছে। এতে টাকা, সময় এবং ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের।

নওগাঁ শহরের বাসস্ট্যান্ডের টিকিট কাউন্ডারগুলো বেশির ভাগই বন্ধ রয়েছে। কয়েকটি টিকিট কাউন্টার খোলা থাকলেও যাত্রীরা অপেক্ষা করছেন ঢাকা যাওয়ার জন্য।

এদিকে, বগুড়ার বাসগুলো নওগাঁ জেলার শেষ সীমান্তে সান্তাহারের কাছে অবস্থান করছে। সেখান থেকে তারা যাত্রী উঠিয়ে ঢাকায় নিয়ে যাচ্ছেন। আবার টিকিটের টাকাও বেশি নেয়া হচ্ছে।

ঢাকা বাসস্ট্যান্ডে একতা কাউন্টারে ঢাকা যাওয়ার জন্য জেলার পত্নীতলা উপজেলা থেকে আসা যাত্রী সুমাইয়া অপেক্ষা করছেন। তিনি বলেন, সকাল থেকে কাউন্টারে টিকিট নিয়ে অপেক্ষা করছি। আগে ৪০০ টাকা ভাড়া ছিল। বাস বন্ধ থাকায় ৫৫০ টাকায় টিকিট কিনতে হয়েছে। বাসে যাত্রী ভর্তি না হওয়ায় দুপুর পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। একদিকে টাকাও বেশি দিতে হচ্ছে। আবার সময়ও বেশি, ভোগান্তিতেও পড়তে হচ্ছে।

শহীদুল ইসলাম নামে এক ড্রাইভার বলেন, প্রথমদিন গাড়ি নিয়ে ঢাকার উদ্দেশ্যে বগুড়ায় গেলে যাত্রীদের নেমে দেয়া হয় এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করা হয়। কয়েক দিন থেকে গাড়ি বন্ধ। বেকার হয়ে পড়েছি। পরিবার নিয়ে দিন চলাও কষ্টকর হয়ে উঠেছে।

নওগাঁ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সহ-সভাপতি তৌহিদুল বারী বলেন, বগুড়ার ওপর দিয়ে নওগাঁর বাসগুলো ঢাকায় যেতে প্রতিটি বাসের জন্য ৩৫০ টাকা করে গুনতে হয়। প্রতিদিন শতাধিক বাস আসা যাওয়া করে। যে টাকা দেয়া হয় তার কোন রশিদ থাকে না। এটা এক প্রকার চাঁদাবাজি। আমরা নওগাঁবাসী পরিবহনের ক্ষেত্রে তাদের কাছে জিম্মি। তারা প্রায় নওগাঁর বাসগুলো বগুড়ার ওপর দিয়ে চলাচল বন্ধ করে দেয়। আর সিন্ডিকেটের মূল হোতা শাহ ফতেহ আলীর মালিক।

নওগাঁ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি শহিদুল ইসলাম বলেন, বগুড়ার সঙ্গে এ সমস্যা সমাধানের একটাই উপায় আমাদের নওগাঁ-নাটোর সড়ক চালু হওয়া। না হয় যতদিন বগুড়ার ওপর দিয়ে নওগাঁর বাস চলবে ততদিন এ সমস্যা হতেই থাকবে। বগুড়া বাস মালিকদের সঙ্গে আমরা বসে শিগগিরই বাস চলাচলের ব্যবস্থা করবো।

আব্বাস আলী/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।