আজকের দিনটি একদিন ইতিহাস হয়ে থাকবে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
প্রকাশিত: ০৯:৫৮ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০১৮

বাঙালির ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ কিংবা ব্রিটিশবিরোধী আন্দোলন-সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন কিশোরগঞ্জের কৃতি সন্তানেরা। দেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি শহীদ সৈয়দ নজরুল ইসলাম এবং সাবেক রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ছিলেন ভাষা সৈনিক। তাই কিশোরগঞ্জ থেকে বাংলা ভাষাকে মর্যাদার আসনে প্রতিষ্ঠার যে আন্দোলন শুরু হলো-তা চূড়ান্ত পর্যায়ে পৌঁছবেই। আগামী একুশে ফেব্রুয়ারি যখন পালন করবো, সেদিন বাংলা ভাষা হবে জাতিসংঘের সপ্তম দাপ্তরিক ভাষা। আর আজকের এ দিনটি একদিন ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

বাংলাকে জাতিসংঘের সপ্তম দাপ্তরিক ভাষার দাবিতে কিশোরগঞ্জে অনলাইন ভোট দেয়া কার্যক্রম উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিশিষ্টজনরা এমন মন্তব্য করেন।

দেশের বহুজাতিক কোম্পানি প্রাণ গ্রুপের সহযোগিতায় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কম সারাদেশের মতো কিশোরগঞ্জে এ অনুষ্ঠানের আয়োজন করে।

সোমবার বিকেলে শহরের এসভি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে ‘জাতিসংঘে বাংলা চাই’ দাবিতে অনলাইন আবেদন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উপ-সচিব তরফদার মো. আক্তার জামিল।

Bangla-4

এসভি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনাজ কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও পাবলিক প্রসিকিউটর শাহ আজিজুল হক, জেলা গণতন্ত্রী পার্টির সভাপতি অ্যাডভোকেট ভূপেন্দ্র চন্দ্র ভৌমিক দোলন, গুরুদয়াল সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আরজ আলী ও কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. শরীফুল ইসলাম।

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তৃতা করেন, জেলা উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি ফাতেমা জোহরা, জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সদস্য সচিব শেখ ফরিদ আহমেদ, নারী নেত্রী বিলকিছ বেগম, কোহিনূর আফজাল, শিক্ষিকা তাহমিনা ইসলাম, ডা. রুবি ইসলাম, কিশোরগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী, আমাদের সময়ের জেলা প্রতিনিধি শেখ মাসুদ ইকবাল, জেলা টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিজয় রায় খোকা, দৈনিক আমার বাংলাদেশের সম্পাদক সুলতান রায়হান ভূইয়া রিপন, মো: কামরুজ্জামান প্রমুখ।

আলোচনা সভা শেষে উপস্থিত অতিথিসহ অনুষ্ঠানে আগতরা অনলাইনে ভোট দিয়ে জাতিসংঘে বাংলা চাই দাবির প্রতি সমর্থন জানান। এ ছাড়া ব্যক্তিগতভাবে ভোট দিচ্ছেন অনেকে।

এর আগে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি আশপাশের এলাকা ঘুরে এসভি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে গিয়ে শেষ হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন, আমরা মনে করি জাগো নিউজের এ উদ্যোগ যৌক্তিক। তিনি বলেন, কিশোরগঞ্জ থেকে যে অনলাইন ভোটের যাত্রা শুরু হলো, তা একদিন প্রতিষ্ঠিত হবেই। আজকের এ দিনটি একদিন ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

Bangla-3

শাহ আজিজুল হক বলেন. জাগো নিউজ আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে, জাতিসংঘে বাংলা অন্তর্ভূক্তি এখন সময়ের দাবি। আজকের এ সোনালী বিকেল সোনার আকঁরে লেখা রবে। আগামী বছর এ দিনে আমরা দেখব, জাতিসংঘে ৬টি দাপ্তরিক ভাষার সঙ্গে বাংলা যুক্ত হয়েছে।

অধ্যক্ষ আরজ আলী বলেন, আগামী ২১ ফেব্রুয়ারি আমরা পালন করবো জাতিসংঘে দাপ্তরিক ভাষা অন্তর্র্ভূক্তির পর।

অনুষ্ঠানের সভাপতি এসভি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনাজ কবীর তার বক্তৃতায় বলেন, আজকে বাংলা ভাষাকে মর্যাদার আসনে প্রতিষ্ঠার দাবিতে অনলাইনে ভোট দিয়ে ভালো লাগছে। তিনি তার স্কুলের প্রতিটি শ্রেণিকক্ষে উপস্থিত থেকে একই দাবিতে ছাত্রীদের ভোট দেয়ার আহ্বান জানাবেন বলেও জানান তিনি।

এছাড়া অন্য বক্তারা এমন ভালো উদ্যোগের জন্য জাগো নিউজ ও প্রাণ গ্রুপকে অভিনন্দন জানান। অনুষ্ঠান সঞ্চালনা করেন, জাগো নিউজের কিশেরগঞ্জ প্রতিনিধি নূর মোহাম্মদ।

নূর মোহাম্মদ/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।