‘জাতিসংঘে বাংলা চাই’ মাগুরায় ভোটিং শুরু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাগুরা
প্রকাশিত: ১২:১৭ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৮

জাতিসংঘের সপ্তম দাপ্তরিক ভাষা হিসেবে বাংলাকে অন্তর্ভুক্ত করার দাবিতে বুধবার মাগুরায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

র‌্যালিটি সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের বাংলা বিভাগ থেকে বের হয়ে শহীদ মিনার ঘুরে একই স্থানে এসে আলোচনা সভায় মিলিত হয়। র‌্যালিতে ওই কলেজের বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী অংশ নেন। র‌্যালি শেষে বাংলা বিভাগের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

jagonews24

সভায় বক্তারা বায়ান্নোর চেতনায় বাংলা ভাষার গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে ভোট প্রদানের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন। এছাড়া আয়োজক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে অনলাইনে ভোট প্রদানের জন্য আলোচনা সভা থেকে আহ্বান জানানো হয়।
কলেজের অধ্যক্ষ মো. শাহাজ উদ্দীন অনষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

জাগো নিউজের মাগুরা জেলা প্রতিনিধি মো. আরাফাত হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যক্ষ দেলোয়ার হোসেন, জেলা তথ্য অফিসার রেজাউল ইসলাম ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম আহম্মেদ খান।

jagonews24

এছাড়া জনপ্রতিনিধি, আইনজীবী, জেলা সদরে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিসহ বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী এ সময় উপস্থিত ছিলেন।

আবেদন করতে ভিজিট করুন : www.jagonews24.com/makebanglaofficial

আরাফাত হোসেন/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।