বিএনপি রাজাকার পরিহারে নীরব : ইনু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুষ্টিয়া
প্রকাশিত: ০৯:৪২ পিএম, ০২ মার্চ ২০১৮

জাতীয় সমাজতান্ত্রিক দল'র (জাসদ) সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি বলেছেন, বিএনপি নেতৃবৃন্দ রাজাকার পরিহারে নিরবতা পালন করছে। আর দুর্নীতিবাজ খালেদাকে মুক্তির ব্যাপারে সরব হয়েছে। এরকম পরিস্থিতি গণতন্ত্রের জন্য বিপদজনক।

শুক্রবার সকালে কুষ্টিয়ার স্থানীয় একটি এনজিওর অডিটরিয়ামে কবি জিয়াউর রহমানের লেখা বিবর্ণ, দাস ও দুঃখ বিলাস তিনটি বই’র মোড়ক উন্মোচন অনুষ্ঠানে যোগ দেয়ার আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

‘খালেদা জিয়ার মুক্তির ব্যাপারে সরকার নিরব’ বিএনপি নেতৃবৃন্দের এমন দাবির প্রেক্ষিতে মন্ত্রী ইনু বলেন, যে দল রাজাকার প্রশ্নের নিরবতা পালন করে, দুর্নীতিবাজকে রক্ষায় সরব থাকে, সেই দলকে ক্ষমতার বাইরে রাখাই বাঞ্ছনীয়।

এসময় জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপন, কবি জিয়াউর রহমানসহ সুধীজন উপস্থিত ছিলেন।

আল-মামুন সাগর/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।