ভেদরগঞ্জে ১২ মণ জাটকাসহ আটক ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শরীয়তপুর
প্রকাশিত: ০৮:৫৮ এএম, ০৬ মার্চ ২০১৮

শরীয়তপুরের ভেদরগঞ্জে ১২ মণ জাটকাসহ দুইজনকে আটক করা হয়েছে। সোমবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মোল্যারহাট এলাকায় অভিযান চালিয়ে ওই দুজনকে আটক করা হয়। পরে রাতেই ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এনে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের জরিমানা করা হয়। তবে আটকদের নাম জানা যায়নি।

ভেদরগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুস সামাদ ভেদরগঞ্জ থানা পুলিশের একটি দল নিয়ে এ অভিযান পরিচালনা করেন।

ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ বলেন, রাতে ভেদরগঞ্জ উপজেলার মোল্যারহাট এলাকায় থেকে ১২ মণ জাটকাসহ দুইজনকে আটক করে ভেদরগঞ্জ উপজেলা মৎস্য অফিস। রাতেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দুইজনকে পাঁচ হাজার করে মোট ১০ হাজার টাকা জরিমানা করে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়। পরে পুলিশ ও মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত জাটকাগুলো এতিমখানা, স্কুল ও মাদরাসার গরিব শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়।

ছগির হোসেন/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।