ভাইকে ফাঁসাতে নিজ কন্যা শিশুকে হত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
প্রকাশিত: ০৩:১৫ পিএম, ০৮ মার্চ ২০১৮

সুনামগঞ্জের দোয়ারাবাজারে ছয় বছরের কন্যা শিশুকে হাত কেটে হত্যা করেছে এক পাষণ্ড বাবা। বুধবার রাতে উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের জলসী গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, জলসী গ্রামের মামুনুর রশীদের সঙ্গে তার আপন ভাইদের জমিজমা নিয়ে বেশ কিছু দিন ধরে বিরোধ চলছিল। এরই জের ধরে ভাইকে ফাঁসাতে সবার অগোচরে তার মেয়ে মাইশাকে (৬) হাতের আঙ্গুল কেটে দিয়ে ঘরের ভেতরে শুইয়ে রাখেন মামুন। বিষয়টি প্রকাশ পেলে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল গিয়ে গুরুতর আহত অবস্থায় শিশু মাইশাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ওসমানী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে মাইশার মৃত্যু হয়। এলাকাবাসীর সহযোগীতায় পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক মামুনুর রশীদকে আটক করে।

দোয়ারাবাজার থানার ওসি সুশীল রঞ্জন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘাতক বাবা মামুনুর রশিদকে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে আটক করেছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।