বিএনপি আন্দোলনের নামে আবার নাশকতা শুরু করতে পারে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ০৭:৫১ পিএম, ০৯ মার্চ ২০১৮

নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, বাংলাদেশের মানুষ শান্তিতে আছে। এই শান্তি রক্ষার জন্য ও দেশের উন্নয়নের স্বার্থে আমরা রাজনীতির স্থিতিশীলতা সৃষ্টি করতে চাই। শান্তিপূর্ণ আন্দোলনের কথা বলে বিএনপি বিগত দিনে অশান্তি সৃষ্টি করছে। তাই আমাদের আশঙ্কা হলো বিএনপি আন্দোলনের নামে আবার নাশকতা শুরু করতে পারে। সেজন্য আমাদের সর্তক থাকতে হবে।

শুক্রবার দুপুরে মাদারীপুর চরমুগরিয়া মার্চেন্ট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, বিএনপির অবশ্যই অধিকার আছে রাজনীতি করার। তাদের গণতান্ত্রিক অধিকার আছে। আর সেই কারণেই আজ তারা মিছিল করতে পারছেন। মানববন্ধন করতে পারছে। উনাদের বিভিন্ন রাজনৈতিক র্কমকাণ্ড করতে পারছেন। টকশোতে কথা বলতে পারছেন। সভা করতে পারছেন।

মাদারীপুর চরমুগরিয়া মার্চেন্ট উচ্চ বিদ্যালয়ের কার্যনির্বাহী পরিষদের সভাপতি বদিউজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুরের পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান, উপজেলা নির্বাহী অফিসার মো. শফিউর রহমান প্রমুখ।

এ কে এম নাসিরুল হক/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।