বিএনপি বেওয়ারিশ দল : ইনু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুষ্টিয়া
প্রকাশিত: ০৬:০০ পিএম, ১০ মার্চ ২০১৮

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, যারা বাংলাদেশে থেকে এ দেশের জন্ম মানে না তারা বেওয়ারিশ। বিএনপি হলো বেওয়ারিশ দল। পাকিস্তানের দালাল, রাজাকারের দালাল। তারা দেশের শত্রু।

শনিবার বেলা সোয়া ১টার দিকে কুষ্টিয়ার মিরপুর উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’ বই বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, যারা ৭ মার্চের ভাষণ স্বীকার করে না তারা পাকিস্তানের দালাল। যারা ৩০ লাখ শহীদের রক্তের ঋণ নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করে তারা বাংলাদেশের শত্রু। যারা পাকিস্তানের নির্মম গণহত্যা শিকার করে না অথবা বিভ্রান্তি তৈরি করে তারা জাতির শত্রু। তারা রাজাকারের বন্ধু, জঙ্গি সন্ত্রাসের বন্ধু, আগুন সন্ত্রাসের বন্ধু। তাই আমার আহ্বান মিথ্যাচার থেকে নিজেকে মুক্ত করুন, বাংলাদেশকে সঠিকভাবে জানতে শিখুন।

তিনি বলেন, খালেদার মুক্তির কথা, সহায়ক সরকারের কথা, মিথ্যা মামলা ও মামলার নীল নকশার কথা বলে বিএনপি নির্বাচন বর্জন করার অজুহাত খুঁজছে। দুর্নীতির দায়ে অভিযুক্ত খালেদা জিয়াকে নিয়ে নির্বাচন করার মুখ বিএনপির নেই। আদালত খালেদা জিয়ার ভাগ্য নির্ধারণ করবে, এ ব্যাপারে সরকারের কিছুই করার নেই।

এ সময় উপস্থিত ছিলেন- কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) নুরে আলম সিদ্দিকী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সোহের মারুফ, জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল আলিম স্বপন, উপজেলা জাসদের সভাপতি এমদাদুল হক আতা, সাধারণ সম্পাদক এসএম আনসার আলী, বছির উদ্দিন বাচ্চুসহ জাসদ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।

আল-মামুন সাগর/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।