শিবচরে গরুর ফার্মে আগুন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ০৯:৪০ পিএম, ১৭ মার্চ ২০১৮

মাদারীপুরের শিবচরে একটি গরুর ফার্মে আগুন লেগে তিনটি গরু মারা গেছে এবং ১৩টি গরু দগ্ধ হয়েছে। শনিবার দুপুরে উপজেলার সন্ন্যাসীরচর ইউনিয়নের পাচু হাওলাদার কান্দি গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, শনিবার দুপুরে ইমারাত মাদবরের মাদবর ডেইরি ফার্মের গৃহকর্তার রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। সংবাদ পেয়ে উপজেলা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দুই ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় আগুন নিয়ন্ত্রনে আনতে গিয়ে ফার্মের কেয়াটেকার সাহেব আলী সেখের (৩৬) শরীরের বিভিন্ন অংশ আগুনে ঝলসে গেছে। তাকে আশঙ্কাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ইমারাত মাদবর জানান, এলাকাবাসী ও ফায়ার সার্ভিস কর্মীদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে এর আগেই প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয় যায়। বেঁচে থাকা ১০টি গরুর মধ্যে ছয়টি গরুর অবস্থা আশঙ্কাজনক।

এ কে এম নাসিরুল হক/আরএ/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।