বাকরুদ্ধ নিহত ডিবি পরিদর্শক জালালের মা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ০৫:২৭ পিএম, ২০ মার্চ ২০১৮

ঢাকায় পুলিশের অভিযানকালে সোমবার সন্ত্রাসীদের গুলিতে নিহত গোয়েন্দা পুলিশের পরিদর্শক জালাল উদ্দিনের গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। নিহত জালালের গ্রামের বাড়ি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ভোলপুর গ্রামে। মঙ্গলবার সকালে তার গ্রামের বাড়িতে গিয়ে দেখা যায় পুরো বাড়ি জুড়ে ছিলো পিনপতন নিরবতা।

জানা যায়, ভোলপুর গ্রামের মৃত বিশারত মন্ডল ও মা আয়েশা খাতুনের ছেলে নিহত জালাল। ৫ ভাই ও দুই বোন পরিবারের মধ্যে তিনি ছিলেন সেজো। এদিকে সোমবার মধ্য রাতে হঠাৎ করেই জালালের মৃত্যুর সংবাদে অনেকটাই বাকরুদ্ধ হয়ে পড়েছে তার বৃদ্ধা মা আয়েশা খাতুন। আবার কখনো কখনো নিহত ছেলে ছবি দেখছেন আর বার বার মুর্ছা যাচ্ছেন। পরিবারের অন্য সদস্যরাও তার এমন মৃত্যু মেনে নিতে পারছেন না। যে কারণে এ ঘটনার সঠিক তদন্ত ও বিচার দাবিসহ সরকারের সহায়তা কামনা করেছেন পরিবারটি।

প্রসঙ্গত, সোমবার রাতে ১২টার সময় রাজধানীর মিরপুরের পীরেরবাগের তিনতলা একটি বাড়িতে কয়েকজন সন্ত্রাসী অবৈধ অস্ত্র জড়ো করেছে এমন সংবাদে ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি চালায়। দুপরে গোলাগুলির সময় পরিদর্শক জালাল উদ্দিনের মাথায় গুলি লাগে। পরে তাকে স্কয়ার হাসপাতালে নেয়া চলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টার দিকে তার মৃত্যু হয়।

আহমেদ নাসিম আনসারী/আরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।