২৭ কোটি টাকার কষ্টিপাথরসহ গ্রেফতার ৩

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পিরোজপুর
প্রকাশিত: ০৯:৫২ পিএম, ২২ মার্চ ২০১৮

পিরোজপুরের নাজিরপুর থেকে ২৭ কোটি টাকা মূল্যের কষ্টিপাথরসহ তিনজনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৬) সদস্যরা।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার ভিমকাঠী গ্রামের ভিমকাঠী বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন র‌্যাব-৬ এর লেফটেন্যান্ট কমান্ডার এএমএম জাহিদুল কবীর।

গ্রেফতারকৃতরা হলেন- নাজিরপুর থানার পূর্ব ভিমকাঠি গ্রামের মৃত সোবহান শেখের ছেলে আব্দুর রহমান (৫৫), একই থানার কাটাকানিয়া গ্রামের আজাহার আলী শেখের ছেলে কিবরিয়া শেখ (৪২) ও মধ্য জয়পুর কালীবাড়ী গ্রামের মৃত নির্মল বড়ালের ছেলে নিশিত বড়াল।

নাজিরপুর থানা পুলিশের ওসি মো. হাবিবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬ এর ডিএডি মো. জয়নাল আবেদীনের নেতৃত্বে র‌্যাব সদস্যরা নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের ভিমকাঠী গ্রামে অভিযান চালিয়ে ২৭ কেজি ওজনের একটি কষ্টিপাথরসহ তিনজনকে গ্রেফতার করে।

জিজ্ঞাসাবাদ শেষে বিকেলে নাজিরপুর থানায় তাদের সোপর্দ করে এবং এই ঘটনায় নাজিরপুর থানায় একটি মামলা করা হয়ছে বলে জানান ওসি মো. হাবিবুর রহমান।

হাসান মামুন/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।