মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মানিকগঞ্জ
প্রকাশিত: ০৪:৫৬ পিএম, ২৪ মার্চ ২০১৮
ছবি-প্রতীকী

মানিকগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুইজন নিহত হয়েছেন। শনিবার দুপুরে মানিকগঞ্জ শহর ও শিবালয় উপজেলার আরসিএল মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, শহরের নিরাময় ক্লিনিকের সামনে হ্যালোবাইক চাপায় ইফসিতা আক্তার (৫) নামে এক শিশু নিহত হয়েছে। সে মানিকগঞ্জ সদর উপজেলার উকিয়ারা গ্রামের সোহেল মিয়ার মেয়ে।

নিহত শিশুর চাচা সুমন মিয়া জানান, ইফসিতাকে নিয়ে তার মা নিপা বেগম শনিবার সকালে হলি ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যাচ্ছিলেন। শহরের নিরাময় ক্লিনিকের সামনে একটি হ্যালোবাইক থেকে নামতে গেলে পেছন থেকে আরেকটি হ্যালো বাইক এসে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা ইফসিতাকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুজ্জামান জানান,পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।

এদিকে দুপুর দেড়টার দিকে পাটুরিয়া ঘাটের কাছে আরসিএল মোড় এলাকায় প্রাইভেটকার চাপায় নয়ন মিয়া (৩৫) নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছেন।

নয়ন মিয়া শিবালয় উপজেলার দাসকান্দি গ্রামের ছোরহাব আলীর ছেলে।

বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়ামীন-উদ দৌলা জানান,নয়ন মিয়া বাইকেল চালিয়ে যাওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা পাটুরিয়াগামী একটি প্রাইভেটকার তাকে চাপা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

বি.এম খোরশেদ/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।