ড্রেজারের গর্তে জীবনের প্রদীপ নিভে গেল তিন শিশুর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০৭:২৫ পিএম, ২৫ মার্চ ২০১৮

চাঁদপুর সদর উপজেলার ইব্রাহীমপুর চরের ঈদগাঁ বাজার এলাকায় ড্রেজারের গর্তে পড়ে তিন শিশুর করুণ মৃত্যু হয়েছে। এ ঘটনায় চরে চলছে শোকের মাতম। রোববার দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলো, ঈদগাঁ বাজার এলাকার জাহাঙ্গীর হোসেন গাজীর মেয়ে মরিয়ম আক্তার (৫), স্বপন ঢালীর মেয়ে শ্রাবন্তী আক্তার (৫) এবং বাকের গাজীর মেয়ে বাকিয়া আক্তার (৪)।

প্রত্যক্ষদর্শীরা জানান, মেঘনা নদীর তীরে তারা প্রতিদিনের মতো গোসল করতে যায়। একপর্যায়ে পাশেই ড্রেজিংয়ে বালি কাটায় তৈরি হওয়া গর্তে তারা পড়ে যায়। সেখান থেকে তারা আর উঠতে পারেনি।

স্থানীয়দের অভিযোগ নদীর তীরে ড্রেজার দিয়ে মাটি কাটায় বিশাল আকারের গর্ত সৃষ্টি হয়েছে। ওই গর্তে পড়েই তিন শিশুর করুণ মৃত্যু হলো।

নদী তীরবর্তী এলাকায় ড্রেজার দিয়ে বালি কাটার বিষয়ে স্থানীয় ইউপি সদস্য আবদুল মান্নান গাজী বলেন, আমি তিন-চার মাস ধরে অসুস্থ। কারা বালি কাটছে জানি না।

স্থানীয় চেয়ারম্যান কাশেম ঢালী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি সত্যিই দুঃখজনক। তিন শিশুর মৃতদেহ দাফনের প্রক্রিয়া চলছে।

এমএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।