চাঁদপুরে হত্যার দায়ে ৩ জনের মৃত্যুদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০১:১৬ পিএম, ২৮ মার্চ ২০১৮

চাঁদপুরে মাসুদ রানা নামে এক ব্যক্তিকে হত্যার দায়ে তিনজনের ফাঁসির রায় দিয়েছেন আদালত। বুধবার চাঁদপুরের জেলা ও দায়রা জজ মামুনুর রশীদ এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- চাঁদপুর মতলব উত্তর উপজেলার সুফিয়ান আহমেদ শিবির, সাইফুর ইসলাম সুজন ও মো. শরীফ সরদার।

মামলার অভিযোগে জানা যায়, ২০০৯ সালের ২৬ ফ্রেব্রুয়ারি মাসুদ রানাকে হত্যা করে আসামিরা। এ ঘটনায় নিহতের ভাই ফারুক বেপারি থানায় একটি মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ ওই বছরের ৩০ মে আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিলে মামলার বিচার কাজ শুরু হয়।

আরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।