লক্ষ্মীপুরে অগ্নিকাণ্ডে ১৫ দোকান ভস্মীভূত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৭:১০ পিএম, ২৮ মার্চ ২০১৮

লক্ষ্মীপুরে অগ্নিকাণ্ডে ১৫টি দোকান ভস্মীভূত হয়েছে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন ব্যবসায়ীরা।

বুধবার সকালে সদর উপজেলার চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারের ভবভদ্রী ব্রিজ এলাকায় একটি চায়ের দোকানের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়ে বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে লক্ষ্মীপুর ও নোয়াখালীর তিনটি ফায়ার সার্ভিস ইউনিট এসে ঘণ্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মনিরুল ইসলাম ও মুনছুর আহমেদ জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে যান তারা। মুহূর্তেই দোকানগুলোতে আগুন ছড়িয়ে পড়ে। এতে কাঠের ও প্লাস্টিক ফার্নিসার, স্যানিটারি, হার্ডওয়ার, ওষুধ, ফলের আড়ৎ, চায়ের দোকানসহ অন্তত ১৫টি দোকানের মালামাল পুড়ে যায়। ক্ষতিগ্রস্তদের দাবি, তাদের ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের জেলা উপ-পরিচালক ফরিদ উদ্দিন আহমেদ চৌধুরী জানান, গ্যাস সিলিন্ডারের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

কাজল কায়েস/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।