ঝড়ো হাওয়ায় শিমুলিয়ায় নৌযান চলাচল ব্যাহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ০৯:১০ এএম, ৩১ মার্চ ২০১৮
ফাইল ছবি

শনিবার ভোর থেকে তীব্র বাতাস ও বৃষ্টি শুরু হলে কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে নৌযান চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। পরে আবহাওয়া স্বাভাবিক হলে সকাল সাড়ে ৭টার দিকে ফের নৌযান চলাচল শুরু করা হয়।

বিআইডব্লিউটিএ'র কাঁঠালবাড়ী লঞ্চ ঘাটের টার্মিনাল পরিদর্শক এবিএস মাহমুদ বলেন, সকাল ৬টা থেকে প্রচণ্ড বাতাস ও বৃষ্টি শুরু হলে লঞ্চ, স্পিডবোট ও ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়। এ সময় লঞ্চগুলো ঘাটের কাছাকাছি নিরাপদে নোঙর করে রাখা হয় ও ঢাকাগামী যাত্রীরা টার্মিনালে নিরাপদে আশ্রয় নেন। পরে আবহাওয়া স্বাভাবিক হলে সকাল সাড়ে ৭টার দিকে ফের নৌযান চলাচল শুরু হয়।

একে এম নাসিরুল হক/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।