প্রধানমন্ত্রীর আগমনে বধূর সাজ সেজেছে চাঁদপুর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০৩:৩৭ পিএম, ৩১ মার্চ ২০১৮

একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে জেলা সফরের ধারাবাহিকতায় আগামীকাল ১ এপ্রিল রোববার ইলিশের বাড়ি চাঁদপুর সফরে আসছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার ৮ বছর পর প্রধানমন্ত্রী হিসেবে ৩য় বারের মতো তিনি চাঁদপুর সফরে আসছেন।

jagonews24

এর আগে ২০১০ সালের ২৫ এপ্রিল সর্বশেষ চাঁদপুর সফর করেন প্রধানমন্ত্রী। ওই দিন তিনি চাঁদপুর কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের নির্মাণ কাজসহ বেশ কিছু উন্নয়নমূলক কাজ উদ্বোধন করেন। পরে আউটার স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেন প্রধানমন্ত্রী।

jagonews24

৮ বছর পর কাল আবার আসছেন তিনি। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে গত কয়েক সপ্তাহ যাবৎ আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। প্রিয় নেত্রী প্রধানমন্ত্রীকে বরণ করতে ইতোমধ্যে সার্বিক প্রস্তুতিও নিয়েছে তারা। ছোট-বড় সব নেতাই ব্যানার পোস্টার সাঁটিয়ে দিয়েছেন রাস্তার মোড়ে মোড়ে, পাড়া-মহল্লায়।

জেলার শীর্ষ পর্যায়ের নেতাদের দাবি কালকের জনসভা জনশ্রোতে রূপান্তরিত হবে। তার আগমনকে কেন্দ্র করে চাঁদপুরবাসীর মধ্যে বইছে উৎসবের আমেজ। চোখ জুড়ানো সাজে পুরো শহর সাজানো হয়েছে। শুধু জেলা শহর নয়, জেলার ৮টি উপজেলা সেজেছে নববধূর সাজে।

jagonews24

দলীয় একটি সূত্র থেকে জানা গেছে, চাঁদপুর এসে প্রথমে তিনি জেলার হাইমচর উপজেলায় বাংলাদেশ স্কাউটস আয়োজিত ৬ষ্ঠ জাতীয় কমিউনিটি ডেভেলমেন্ট ক্যাম্প (কমডেকা) সমাবেশ উদ্বোধন করবেন। দুপুর ২টায় চাঁদপুর স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দিবেন। এছাড়াও তিনি চাঁদপুর ও হাইমচরে ২৫টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং ২৩টি উন্নয়ন প্রকল্পের ফলক উন্মোচন করবেন।

ইকরাম চৌধুরী/এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।