হাইমচরে কমডেকায় ৮ হাজার স্কাউট সদস্য
টেকসই সমাজ বিনির্মাণে স্কাউটস থিম নিয়ে মনোরম প্রাকৃতিক পরিবেশে হাইমচর চরভাঙ্গায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ৬ষ্ঠ জাতীয় কমডেকা (কমিউনিটি ডেভেলপমেন্ট ক্যাম্প)। কমডেকায় স্থাপিত ১২শ তাবুতে ৮ হাজার স্কাউট সদস্য অবস্থান করছে।
হাইমচর উপজেলা আলগী দক্ষিণ ইউনিয়নের চরভাঙ্গা এলাকায় মেঘনা নদীর পূর্ব পাড়ে প্রায় ১শ একর সমতল ভূমিতে কমডেকা কার্যক্রম ১ এপ্রিল আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
কমডেকায় প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এবারের কমডেকায় ভারত, নেপাল, ভুটান, আমেরিকাসহ বাংলাদেশের ৬৪টি জেলা হতে আগত ৮ হাজারের অধিক স্কাউট ও রোভার স্কাউট সদস্য অংশ নিচ্ছে। এ বিপুল সংখ্যক স্কাউট সদস্যদের আবাসনের জন্য কমডেকায় মাঠে ১২শ তাবু তৈরি করা হয়েছে।
এছাড়া জনস্বাস্থ্য বিভাগের মাধ্যমে ৪২৬টি বাথরুম, ১৮টি গোসল খানা, ৩৮টি টিউবওয়েল স্থাপন এবং পানি রিজার্ভের জন্য ১ হাজার লিটার ধারণক্ষমতা সম্পন্ন ৩৮টি পানির ট্যাংক বসানো হয়েছে। খাবার পানির জন্য নদী থেকে পানি তুলে তা শোধন করে প্রতিটি তাবুতে সরবরাহের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।
অপরদিকে বিদ্যুৎ বিভাগের লোকজন ৫৫টি খুটি লাগিয়ে ১৫টি ট্রান্সফার্মারের মাধ্যমে প্রতিটি তাবুতে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে।
কমডেকায় মাঠে নিরাপত্তার জন্য পুলিশের বিশেষ দল বিশেষ চৌকি বসিয়ে চেকপোস্টের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করেছে। ৩১ মার্চ থেকে শুরু করে ৫ এপ্রিল পর্যন্ত ৬ দিন ব্যাপী এ ক্যাম্প চলবে।
ইকরাম চৌধুরী/এমএএস/জেআইএম