‘প্রধানমন্ত্রী ঠাকুরগাঁওবাসীর সঙ্গে ধোঁকাবাজি করেছেন’
ঠাকুরগাঁওয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে জেলা বিএনপি। শনিবার বিকেলে শহরের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন থেকে এ প্রতিবাদ জানানো হয়।
গত ২৯ মার্চ ঠাকুরগাঁও বড় মাঠে আওয়ামী লীগের সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন বিমান প্রতিমন্ত্রী ছিলেন, সৈয়দপুর বিমানবন্দর বন্ধ করে দিয়েছিলেন। আমরা ক্ষমতায় এসে সেই বিমানবন্দর চালু করেছি।’
তিনি আরও বলেন, ‘গলা ফুলিয়ে কথা বলতে বলতে গলাও খারাপ হয়ে যায়। গলার চিকিৎসা করাতে হয়। সারাদিন মিথ্যা কথা বললে আল্লাহ নারাজ হয়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সারাদিন মিথ্যা কথা বলেন।’
প্রধানমন্ত্রীর ওই বক্তব্যের প্রতিবাদ জানাতে শনিবার এ সংবাদ সম্মেলনের আয়োজন করে জেলা বিএনপি। এতে লিখিত বক্তব্যে পাঠ করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মির্জা ফয়সল আমীন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ২৯ মার্চ ঠাকুরগাঁওয়ের জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ নেতৃবৃন্দ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে রুচিহীন, কদর্য, মিথ্যাচার বক্তব্য দিয়েছেন। তাদের ওই বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
মির্জা ফয়সল আমীন বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীদের সুদীর্ঘ বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে কখনও মিথ্যার আশ্রয় নেননি। ছাত্রজীবন থেকে যার রাজনীতি শুরু, মধ্যখানে শিক্ষকতা পেশা এবং পরবর্তীতে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন তিনি। ঠাকুরগাঁওয়ের গণমানুষের কাছে তিনি নিরহংকারী, সত্যবাদী, ন্যায় পরায়ন, পরপোকারী, পরিচ্ছন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব। শুধু ঠাকুরগাঁওয়ে নয়, বিএনপির মহাসচিব হিসেবে দায়িত্ব পাবার পর সমগ্র বাংলাদেশে তিনি একজন সুস্থ ধারার রাজনৈতিক নেতা।
তিনি আরও বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তার বক্তব্যে এ অঞ্চলের মানুষকে তুচ্ছ-তাচ্ছিল্য করে ভাষণ দিয়েছেন। প্রধানমন্ত্রী ওই দিন নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে সরকারি খরচে নৌকা মার্কায় ভোট চেয়েছেন। তিনি তার বক্তব্যে উন্নয়নের নামে কিছু জিনিস দেব বলে ঠাকুরগাঁওবাসীর সঙ্গে চালাকির আশ্রয় নিয়ে জনগণের সঙ্গে ধোঁকাবাজি করেছেন। আমরা এসব বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সহ-সভাপতি অ্যাডভোকেট ড. শাহেদ কামাল চৌধুরী ডালিম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক তারিক আদনান, জেলা মহিলা দলের সভাপতি ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফুরাতুন নাহার প্যারিস, জেলা যুবদলের সভাপতি আবু নূর, সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিন, ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান হান্নুসহ বিএনপির সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
রবিউল এহসান রিপন/আরএ/আরএআর/জেআইএম