‘প্রধানমন্ত্রী যেন আমাদের পুনর্বাসনের ব্যবস্থা করেন’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ০৩:১৮ পিএম, ০১ এপ্রিল ২০১৮

‘আমরা এ পথ থেকে ফিরতে চাই। আমরাও তো কোনো মায়ের গর্ভের সন্তান? আমাদের বসবাস করার মতো কোনো জায়গা নেই। সরকারের কাছে আমাদের অনুরোধ প্রধানমন্ত্রী যেন আমাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করে দেন।’ হিজরা জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে পটুয়াখালীতে আয়োজিত মতবিনিময় সভায় হিজরা জনগোষ্ঠীর দলনেতা মোস্তফা হিজড়া এ কথা বলেন। রোববার দুপুরে এসডিএ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

এসডিএর নিবার্হী পরিচালক এনায়েতুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী জেলা প্রশাসক ড. মো. মাছুমুর রহমান। এতে বিশেষ অতিথি ছিলেন দৈনিক ইত্তেফাকের ভারপ্রাপ্ত সম্পাদক তাসমিমা হোসেন।

সভায় জেলা প্রশাসক ড. মাছুমুর রহমান বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় ইতোমধ্যে সরকারিভাবে হিজড়াসহ সব গৃহহীনদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে।

সভায় আরও উপস্থিত ছিলেন, সমাজ সেবা উপ-পরিচালক শীলা রানী দাস, দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি নির্মল রক্ষিত, পটুয়াখালী প্রেস ক্লাবের সভাপতি স্বপন ব্যানার্জী, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাকারিয়া হৃদয়, প্রেস ক্লাবের কার্যকরী সদস্য ও বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি আব্দুস সালাম আরিফ প্রমুখ।

মহিব্বুল্লাহ্ চৌধুরী/আরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।