গাসিক নির্বাচনে ২০ প্রার্থীর মনোনয়ন উত্তোলন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ১০:৫৫ এএম, ০৪ এপ্রিল ২০১৮

গাজীপুর সিটি কর্পোরেশনের আসন্ন নির্বাচন উপলক্ষে প্রার্থীদের মধ্যে মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে। মঙ্গলবার বিকেল পর্যন্ত সিটির বিভিন্ন ওয়ার্ডের সাধারণ ও কাউন্সিলর পদে ২০ জন মনোনয়নপত্র ও ভোটার তালিকার সিডি সংগ্রহ করেছেন।

নির্বাচনের রিটার্নিং অফিসার রকিব উদ্দিন মন্ডল জানান, মঙ্গলবার বিকেল পর্যন্ত সাধারণ কাউন্সিলর পদ থেকে ১৬ জন এবং সংরক্ষিত (মহিলা) কাউন্সিলর পদে চারজন প্রার্থী মনোনয়ন পত্র ও ভোটার তালিকার সিডি সংগ্রহ করেছেন। তবে এদিন মেয়র পদে কেউ মনোনয়নপত্র উত্তোলন করেননি।

মনোনয়নপত্র উত্তোলন ও জমা দেয়ার শেষ সময় ১২ এপ্রিল। তা যাচাই-বাছাই হবে ১৫-১৬ এপ্রিল এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৩ এপ্রিল। ২৪ এপ্রিল প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হবে। ১৫ মে নির্বাচন অনুষ্ঠিত হবে।

আমিনুল ইসলাম/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।