সাতক্ষীরা সীমান্তে ২৭ পিস স্বর্ণের বার জব্দ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৩:০৫ পিএম, ০৪ এপ্রিল ২০১৮
ফাইল ছবি

সাতক্ষীরার তলুইগাছা সীমান্ত এলাকা থেকে ২৭ পিস স্বর্ণের বার জব্দ করেছে বিজিবি। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। বুধবার বেলা ১১টার দিকে এ স্বর্ণের বারগুলো জব্দ করা হয়।

সাতক্ষীরা ৩৮ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল সরকার মো. মোস্তাফিজুর রহমান জাগো নিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তলুইগাছা বিজিবি ক্যাম্পের হাবিলদার কবির হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালায়। এ সময় চোরাকারবারিরা তলুইগাছা বিজিবি ক্যাম্পের ২০০ গজ পশ্চিমে মেইন ১২/৬ পিলারের নিকট আসা মাত্রই বিজিবির উপস্থিতি টের পেয়ে পেপারে মোড়ানো স্বর্ণগুলো রেখে পালিয়ে যায়।

তিনি বলেন, আটককৃত স্বর্ণের ওজন ২ কেজি ৭০০ গ্রাম। যার আনুমানিক মূল্য ১ কোটি ১৫ লাখ ৫০ হাজার টাকা ।

একরামুল ইসলাম/আরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।