চুয়াডাঙ্গায় হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০৬:৪৩ পিএম, ১২ এপ্রিল ২০১৮

চুয়াডাঙ্গায় কৃষক মহাসিন আলী হত্যা মামলায় তিন সহোদরসহ পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক জাকির হোসেন খাঁন এ রায় দেন।

রায় ঘোষণার সময় আদালতে এ মামলার ১৪ জন আসামি উপস্থিত ছিলেন। অন্য ৯ জন আসামিকে আদালত বেকসুর খালাস দেন। এছাড়াও কারাদণ্ডপ্রাপ্তদের পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়।

চুয়াডাঙ্গা জজ কোর্টের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট বেলাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- দামুড়হুদা উপজেলার গোবিন্দহুদা গ্রামের মৃত নুরু বক্সের ছেলে জনুর মিয়া (৪২) , ওয়াজ আলি (৫৫), ছোট বুড়ো (৫০), মৃত মওলা বক্সের ছেলে আব্দুল কুদ্দুস (৫৪) ও মসলেম উদ্দীনের ছেলে লতিফ আলি (৩০)।

মামলার বিবরণে জানা যায়, জমি-জমা নিয়ে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার গোবিন্দহুদা গ্রামের মহসিন আলী ও প্রতিবেশি আব্দুর রাজ্জাকের মধ্যে বিরোধ ছিল। এরই জের ধরে ২০১৪ সালের ১ জানুয়ারি সকালে আব্দুর রাজ্জাক তার লোকজন নিয়ে মহসিন আলীর বাড়িতে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় হামলাকারীরা মহসিন আলীকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হলে তিনি মারা যান।

পরদিন নিহতের স্ত্রী নিলুফা বেগম বাদী হয়ে ১৪ জানের নাম উল্লেখ করে দামুড়হুদা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা আমিনুল ইসলাম ২০১৫ সালের ২০ জানুয়ারি ১৪ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। ১৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে বৃহস্পতিবার আদালত উপরোক্ত রায় দেন।

আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।